অবরোধের সমর্থনে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের মিছিল
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০১ ৪:৩৩:৫০ অপরাহ্ন
ময়মনসিংহ :সরকারের একদলীয় নীল নকশার, পাঁতানো প্রহসনের নির্বাচন বাতিল করে, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন,
বিরোধী দল নির্মূল করার জন্যে রাষ্ট্র যন্ত্র ব্যবহার বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্লজ্জভাবে অবরুদ্ধ করে রাখাসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে
১৮ দলীয় জোটের লাগাতার অবরোধের প্রথম দিনে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি,কেন্দ্রীয় যুবদলের সদস্য শামীম আজাদের নেতৃত্বে ময়মনসিংহ-টাঙ্গাইল বাসষ্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল মিছিল করে।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, সহ-সাধারণ সম্পাদক রফিক খান প্রমুখ।