বরিশাল: ঢাকা কলেজের ছাএ এন এম শহীদুল ইসলামের দাদী তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী…….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ছিলেন আলোচিত এক ব্যক্তিত্ব। কর্মঠ ও নীতিবান এবং বন্ধুবৎসল একজন মানুষ।তার মৃত্যুতে তার আত্বীয় সজন এবং পারা প্রতিবেশীগন গভীর শোক প্রকাশ করেছেন।
আগামী শুক্রবার বাদ জুমা তার কুলখনি অনুষ্ঠীত হবে ,নিজ বাড়িতে।