হঠাৎ করেই সুর পাল্টালেন নাজমুল হুদা
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা হঠাৎ করেই সুর পাল্টিয়ে বললেন এখোনো বিএনপিতেই আছি। খালেদা জিয়া আমাকে অনেক কিছুই দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মেহেরবা প্লাজায় নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) চেয়ারম্যান হিসেবে নাজমুল হুদাকে ঘোষণার প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাজমুল হুদা লিখিত বক্তব্যে বলেন, ‘বিএনএফ এর চিফ কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ স্বৈরাচারি কায়দায় দল পরিচালনা করছেন।
তিনি দেশের ২২টি এলাকায় নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। অথচ বিএনএফ এত ছোট দল নয়। সারা দেশের ৩০০টি আসনে প্রার্থী ঘোষণা দেয়ার সামর্থ্য রয়েছে বিএনএফের।’
তিনি বলেন, ‘আজাদ তার মেয়ের জামাইকে নিয়ে দলকে পকেট কমিটিতে পরিণত করেছে। তিনি দলের আয় ব্যয়ের কোনো হিসাব দিচ্ছেন না। নিজেই সবকিছু কুক্ষিগত করে রেখেছেন।
যার কারণে রাজনৈতিকভাবে দলটি জামাই-শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার হাত থেকে রক্ষা করতেই দলের নেতাকর্মীরা আজ আমাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমিতো বিএনপিতেই আছি। বিএনপি আমার শেষ ঠিকানা। ম্যাডাম খালেদা জিয়া আমাকে অনেক কিছু দিয়েছে। আমি তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি।
কিন্তু আমার দুঃখ হচ্ছে তার পাশে বসে তাকে কোনো পরামর্শ দেয়া যায় না। যদি তাকে পরামর্শ দেয়া যেতো তাহলে আমি তাকে এখনো আহ্বান করতাম সহিংসতা ছেড়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে।’
তিনি আরো বলেন, ‘ম্যাডামের পাশে বসে যারা পরামর্শ দেন তারা মাঠে থাকেন না। সবাই কর্মসূচি দিয়ে পালিয়ে যান। সর্বশেষ মার্চ ফর ডেমোক্রেসিতেও তাদেরকে মাঠে দেখা যায়নি। এসব নেতাদের কারণেই আজ ম্যাডামের এ অবস্থা।’