সিলেটে শনিবার থেকে ৩৬ ঘন্টা হরতাল
সিলেট : দেশের চলমান রাজনৈতিক অবস্থাকে কেন্দ্র করে এবংদশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে সিলেট জেলায় আগামী শনিবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ও মহানগর ১৮ দলীয় জোট। এই হরতাল শনিবার সকাল ৬টা থেকে ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের সামনে মিছিল পরবর্তী সমাবেশ থেকে মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক এম এ হক এই হরতালের ডাক দেন।
সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী থেকে মিছিল বের করে ১৮ দলীয় জোট। মিছিলটি নতুন রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। ওই সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে এম এ হক হরতাল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, জেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, জামায়াত নেতা মাওলানা সোহেল আহমদ, শাহজাহান আলী প্রমুখ।
সমাবেশে হরতালের মাধ্যমে সিলেটে নির্বাচন ঠেকানো হবে বলে ঘোষণা দেন জোটের নেতারা।