সন্ধ্যায় জাতির উদ্দেশে আ.লীগ সভানেত্রীর ভাষণ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০২ ২:৫৮:০৯ অপরাহ্ন
ঢাকা: বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, তার ভাষণে দশম জাতীয় সংসদ নির্বাচন-সম্পর্কিত বিষয়াবলি স্থান পাবে।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে ছয়টি দলের প্রধান জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সুযোগ পেয়েছেন।
ইতিমধ্যে চারটি দলের প্রধান ভাষণ দিয়েছেন গতকাল রাতে। আজ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভাষণ দেয়ার কথা ছিল। তবে জাতীয় পার্টির কেউ ভাষণ দেবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।