বিরোধী দলের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই: আমু
কায়কোবাদ তুফান, নলছিটি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে জালাও পোড়াও শুরু করেছিল।
প্রশাসনের তৎপরতার কারণে আন্দোলনকারীরা ব্যর্থ হচ্ছে। বিএনপি-জামায়াত আন্দোলন সফল করতে পারছে না, কারণ তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই।
আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির নলছিটি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দল এখনো পাকিস্তানিদের আজ্ঞাবহ উল্লেখ করে আমু বলেন, পাকিস্তানে যেভাবে জঙ্গিদের উত্থ্যান হচ্চে, প্রতিদিন সেখানে ড্রোন হামলা চলছে, মানুষ মারা যাচ্চেছ বাংলাদেশকেও সেধরণের রাস্ট্রে পরিনত করতে চায় বিএনপি-জামায়াত জোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মুহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,
নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি কে মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন টিটু প্রমুখ। পরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন আমির হোসেন আমু।
জেলায় ৬৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৮ হাজার ৬৯১ জন শিক্ষার্থীকে চার লাখ ৩৪ হাজার ৩১৯টি এবং ৩২৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার দুই লক্ষাধিক শিক্ষার্থীদের ১১ লাখ ৫৫৮টি নতুন বই দেয়া হবে।