ইনু

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: অন্তর্র্বতীকালীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন জঙ্গিবাদ গণতন্ত্রের পরিপন্থি। গণতন্ত্রকে রক্ষার জন্য এখনই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।

জামায়াত-শিবির চক্র আজ গণতান্ত্রিক নির্বাচনকে বানচাল করতে চায়। তারা দেশের চলমান গনতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাই সরকারের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব জামায়া-শিবিরকে নিসিদ্ধ করা।

আজ দুপুরে জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে বাংলার অমর কথা সাহিত্যিক শওকত ওসমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্র্বতীকালীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিরোধীদলীয় নেতা বেগম জিয়াকে উদ্দেশ করে ইনু বলেন, ‘আপনি যতো দিন পর্যন্ত জামায়াতের সঙ্গ ত্যাগ না করবেন, ততোদিন পর্যন্ত আপনাকেও গণতন্ত্রে প্রবেশ করতে দেয়া হবে না। জঙ্গিবাদিদের সঙ্গ ত্যাগ না করলে গণতন্ত্রে প্রবেশের অধিকার হারাবেন।’

মন্ত্রী আরো বলেন, ‘নির্বাচনের ট্রেন বাংলাদেশের দিকে যায় আর জঙ্গিবাদের ট্রেন খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে পাকিস্তান, আফগানিস্তানের দিকে যাচ্ছে।’

শওকত ওসমান আজীবন তার লেখনীর মাধ্যমে শোষকের বিরুদ্ধে কথা বলেছেন উল্লেখ করে ইনু বলেন, ‘শওকত ওসমান ছিলেন বাংলা সাহিত্যে বিশ শতকের শ্রেষ্ঠ বাঙালিদের একজন। তিনি ছিলেন সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী। আজীবন তিনি দেশদ্রোহী ও রাজাকারদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।’

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক, ও রবীন্দ্র গবেষক আহমেদ রফিকের সভাপতিত্বে শওকত ওসমান স্মৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত কুমার বিশ্বাস (এনডিসি), সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার, গণগ্রন্থাগারের মহাপরিচালক মো. নূর হেসেন তালুকদারসহ প্রমুখ।