পাটগ্রামে আ’লীগ বিএনপি সংঘর্ষে নিহত ১
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৪ ১২:৩১:৪৪ অপরাহ্ন
লালমণিরহাট: পাটগ্রামে আ’লীগের সঙ্গে ১৮ দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সহিংসতা চলাকালে পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়। এতে শুরু হয় সংঘর্ষ। এ সময় ঘটনাস্থলেই মোবারক নিহত হন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই এলাকায় উত্তাপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।