ঢাকা: আগামী ৫ই জানুয়ারীর দশম জাতীয় নির্বাচন কে সামনে রেখে আজ শনিবার বিকেল ৫টায় জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে আ’লীগ। আ’লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আ’লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের কয়েক ঘণ্টা বাকি থাকতে এ সংবাদ সম্মেলনের ডাক দিল ক্ষমতাসীন দলটি।
এদিকে এ নির্বাচন বাতিলের দাবিতে লাগাতার অবরোধ পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। একইসঙ্গে আজ ও আগামীকাল হরতালেরও ডাক দেয়া হয়েছে জোটের পক্ষ থেকে।