ভোটগ্রহণ স্থগিতজেলা প্রতিনিধি, নীলফামারী: যৌথবাহিনীর গুলিতে নীলফামারী জেলার ২ উপজেলায় ২ জন নিহত হয়েছেন বলে জেলা প্রতিনিধি নিশ্চিত করেছেন।জামায়াতকর্মীরা দশম জাতীয়  নির্বাচন প্রতিহত করতে নির্বাচন বিরোধী মিছিল বের করলে যৌথবাহিনী মিছিলকারীদের উপর গুলি চালালে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়।

নিহতরা হলেন- জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া এলাকার হাচি মামুদের ছেলে জামায়াতকর্মী মমতাজ আলী (৫৫) এবং ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ইছামুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

স্থানীয়রা জানান, রবিবার সকালে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল ভোটকেন্দ্রের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে জামায়াতকর্মী মমতাজ মারা যান এবং ১০ কর্মী আহত হন।

এদিকে শনিবার রাতে জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে যৌথবাহিনীর গুলিতে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন।

জানা যায়, ওই এলাকার খালিশা চাপানী ব্যাপারীটোলা আলিম মাদ্রাসায় রাতে হামলা চালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।