এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাট: জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে বাংলাদেশী ৩ গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের উচনা এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তপুর গ্রামের অমিজ উদ্দিনের পুত্র কাবিল (৪০), একই গ্রামের কানু মিয়ার পুত্র আনু মিয়া (৩৭) ও দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার আব্দুল হক (৪০)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩) এর জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফ্ট: কর্ণেল খসরু সাব্বির আলী নিশ্চিত করে বলেন তারা গরু কেনার জন্য বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে চলে গেলে তাদের কে বিএসএফ আটক করে নিয়ে যায়।