সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে আগুন,গুলিবর্ষণ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ১:৩০:২০ অপরাহ্ন
চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে মান্দারীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। সেখানে পুলিশের গুলিবর্ষণে তিনজন আহত হয়েছেন। পুলিশ আটক করেছে দুইজনকে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের ১৫/২০ জন কর্মী ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে কেন্দ্রের দ্বিতীয় তলায় এসে হামলা চালায়। নির্বাচনী কর্মকর্তারা আত্মরক্ষার্থে গেইট বন্ধ করে দিয়ে ভোটগ্রহণ বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ জামায়াত-শিবির কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।
এ সময় পুলিশ ২০ রাউন্ড গুলি চালায়। গুলিতে দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। ভোটগ্রহণ বন্ধ রয়েছে।