ভারতে পর্যটক নারী ধর্ষনের শিকার
ঢাকা: ভারতে এবার পোল্যান্ডের এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার মেয়েকে নিয়ে মথুরা শহর থেকে রাজধানী দিল্লিগামী একটি ট্যাক্সিতে ওঠার পর তিনি ধর্ষণের শিকার হন। রবিবার পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে,ট্যাক্সি চালক ৩৩ বছর বয়সী ওই নারীকে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করার পর তাকে ধর্ষণ করে।পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে।
দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভঘাট বলেছেন, ১৫০ কিলোমিটার সফরের মধ্যে ওই নারীকে চেতনানাশক প্রয়োগ করে তার ট্যাক্সি চালক।তারপর ওই নারীকে নির্যাতন করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে দিল্লির একটি রেল স্টেশনের পাশে ওই নারীর চেতনা ফিরে আসে।এ সময় ওই নারীর শিশুটি তার পাশে ছিল বলে জানা গেছে। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ আরো জানায়,গাড়িতে বসে থাকা অবস্থায় স্প্রে দিয়ে ওই নারীকে অচেতন করে ওই ট্যাক্সির ড্রাইভার।