স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লালমনিরহাট-১ আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেনের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনের তিন প্রার্থীর মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত মোতাহার হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ২৭৬ ভোট।
হুসেইন মুহম্মদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৭ হাজার ৮২৭ ভোট। আর মশাল প্রতীকে সাদেকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৪৭২ ভোট।