ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। পরে মিছিল থেকে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাবি ছাত্রদল ভিসি চত্বর থেকে ৩৫/৩০জন নিয়ে একটি মিছিল বের করে। মিছিল থেকে রোকেয়া হলের সামনে তিনটি ককটিল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে মিছিলটি টিএসসির কাছে পৌঁছলে পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ কাউকে আটক করতে পারেনি।