স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন,  সংসদ ৫হাছান মাহমুদ বছরের জন্য। এর ব্যত্যয় ঘটাতে হলে ১৮ দলীয় নেতৃত্বাধীন বিএনপিকেই  এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সস্মেলনে এসব মন্তব্য করেন ।  মন্ত্রী প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, আমরা আলোচনায় বিশ্বাস করি। যুদ্ধাপরাধী ও জামায়াতকে ত্যাগ করে এলে সব কিছুই  সম্ভব।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কিত এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘এরশাদ যখন বাড়িতে যেতে চাইবেন তখনই তিনি যেতে পারবেন। এখন তিনি নিয়মিত যে গলফ খেলছেন তা তার চিকিৎসারই একটা অংশ।’

তিনি বলেন, ‘সন্ত্রাসের মূলোৎপাটন করা হবে। অনেক বাধা-বিপত্তি ঘটেছে। নির্বাচনের আগে ও পরে অনেক কিছুই ঘটেছে। রাস্তাঘাট ও যোগাযোগ বিচ্ছিন্ন করার নানা ষড়যন্ত্র হয়েছে। এত কিছুর পরও আমাদের রপ্তানি আয় বেড়েছে।’  সংসদ সদস্যদের শপথ কবে হবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এটা আইনগত বিষয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীই ভাল জানেন।’

রওশন এরশাদ কিভাবে বিরোধী দলীয় নেত্রী হচ্ছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন আমরা তা জানি না। সংসদ বসলেই বোঝা যাবে কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা। তবে যারা প্রচার করছেন রওশন হচ্ছেন বিরোধী দলীয় নেতা এ বিষয়টি পরিস্কার করার দায়িত্ব তাদেরই।’

বিএনপি চেয়ারপারসন সম্পর্কে তিনি বলেন, ‘সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকদিন পরে খালেদা বিরোধী দলের নেতা থাকবেন না। কারণ তিনি নির্বাচনে অংশ নেননি। বেগম খালেদা জিয়া সংসদে অনুপস্থিতির রেকর্ড সৃষ্টি করেছেন। তারা বিরোধী দলের ভূমিকা রাখতে পারেননি।’ দেশকে এগিয়ে নিতে বিরোধী দলসহ সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।