চট্টগ্রাম-কিশোরগঞ্জ লাইনে রেল যোগাযোগ বন্ধ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৮ ১২:০৯:২৫ অপরাহ্ন
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে জানা গেছে। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার হালিমপুর ও মানিকখালী রেল স্টেশনের মাঝামাঝি বগাদিয়া নামক স্থানে মঙ্গলবার দিবাগত রাতে ভৈরব-ময়মনসিংহ রেল লাইনের ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা।
ভোর চারটা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের বাহাদুরাবাদগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এতে এই রেললাইনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও ঢাকামুখী ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।ঢাকাগামী এগারো সিন্ধু আন্তঃনগর ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে। ভোর সাড়ে ছয়টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা