গাইবান্ধায় ১৮দলীয় জোটের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৮ ২:২৬:০৯ অপরাহ্ন
গাইবান্ধা: বিএপির ডাকা হরতালের শেষ দিনে নাশকতা এবং ভোট পরবর্তী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার গভীররাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৮দলীয় জোটের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ।
গাইবান্ধার পুলিশ সুপার সাজিদ হোসেন জানায়, যৌথবাহিনী রাতে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ উপজেলায় ৬ জন, পলাশবাড়িতে ২ জন, সাঘাটায় ২ জন ও সাদুল্লাপুর উপজেলায় ২ জনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নাশকতাসহ নির্বাচন পরবর্তী সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন।