মুরসির বিচার শুরু কায়রো জুরে সর্বোচ্চ সতর্কতা
ঢাকা: মিশরের রাজধানী কায়রোতে একটি মামলায় শুরু হচ্ছে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার। বুধবার এ জন্য তাকে কায়রোর আদালতে হাজির করা হবে।
এদিকে মুরসিকে আদালতে হাজির করা নিয়ে কায়রো জুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। কারণ গত শুক্রবারই মিশরজুড়ে মরসির দল মুসলিম ব্রাদারহুড কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।
মিশর সরকার এরইমধ্যে মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে।২০১২ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডে ইন্ধনের অভিযোগে বুধবার বিচারের মুখোমুখি হবেন মুরসি।
এই মামলায় মুরসি ছাড়াও ব্রাদারহুডের আরো ১৪ জন নেতাকে আসামী করা হয়েছে। উল্লেখ্য, গত বছর জুলাইয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করে শাসনভার গ্রহণ করে মিশরের সেনাবাহিনী।