খালেদা প্রটোকল ফিরে পেলেন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৮ ৮:২১:২৯ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১১ দিন পর পুলিশ প্রোটকল গাড়ি ফিরে পেয়েছেন । বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় খালেদা জিয়ার বাসার সামনে এসে পুলিশের গাড়ি দাঁড়ায়।
গাড়ি থেকে নেমেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর রাতে খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশ প্রটোকলের গাড়ি সরিয়ে নেয়া হয়েছিল।
এদিকে দলের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আনসার বাহিনী চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।