দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার কিষাণবাজার চকদেওতৈড় দাখিল মাদ্রাসার সামনে বালুভর্তি পাওয়ার টিলারের (ট্রাক্টর) সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মোস্তাফিজুর রহমান (৫০)। দিনাজপুর শহরের হাউজিং মোড়ের বাসিন্দা মোস্তাফিজুর চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী। নিহত অন্যজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুরসহ চারজন একটি ইজিবাইকে করে চিরিরবন্দরে যাচ্ছিলেন। পথে চকদেওতৈড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ট্রাক্টর ও ইজিবাইক রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ ঘটনায় আহত হন আরো তিনজন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।