খালেদা রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৯ ৩:২৪:২০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: ১৮ দলীয় জোটের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার রাতে মত বিনিময় করবেন। চেয়ারপার্সনের গুলশানের বাসভবনে রাত ৮টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নবম সংসদের এই বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৪ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর তার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর পর দেয়া হয় ‘নিরাপত্তা ব্যারিকেড’।
এ কারনে কেউ তার সাথে সাক্ষাত করতে পারেননি। এমন কি কোন সাংবাদিক তার দেখা করতে দেয়া হয়নি।
বুধবার সকালে পুলিশের ‘নিরাপত্তা ব্যারিকেড’ তুলে নেয়ার পর রাতে সাংবাদিক নেতারা তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। আজ রাতে বেগম জিয়া বিএনপি বিটের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।