পঞ্চগড়ে ১৮ দলের অবরোধে গাড়ী ভাংচুর :আটক ১
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ৪:৩৬:১৫ অপরাহ্ন
ডিজার হোসেন বাদশা,পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৮ দলের ২৪ ঘন্টা অবরোধে গাড়ী ভাংচুর, অভিযোগে মকবুল হোসেন (মাস্টার) নামে এক জামায়াত কর্মি আটক।
পুলিশ সূত্রে জানাগেছে ১৮ দলের ২৪ ঘন্টা অবরোধের আগের রাতে শনিবার তেঁতুলিয়া সদরের বাইপাস মহাসড়কে রাত ৯ টার সময় একটি ট্রাক, দুটি পিকআপ ভ্যান, মোট তিনটি গাড়ী ভাংচুর করে।
খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে এসে কাউকে আটক করতে পারেনি। পরে তেঁতুলিয়া থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে রাতেই অভিযান চালিয়ে উপজেলার কালান্দীগছ কুমার টুকি পাড়া হতে এক জামায়াত কর্মিকে আটক করে।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ মোনেজ কুমার একজনকে গ্রেফতারের কথা স্বীকার করেন। তিনি আরো জানান এ নাসকতায় জারা জরিত ছিল তাদের দ্রুত আটক করা হবে ।