স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, নতুন মন্ত্রিসভা খুব ভালো হয়েছে । এই মন্ত্রীসভা এ বর্তমান সংকট দুর করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
নতুন মন্ত্রিসভার শপথের পর রবিবার বিকেলে বঙ্গভবনে তিনি সাংবাদিকদের বলেন, ‘খুব ভালো মন্ত্রিসভা হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে যাবে।’ এবারও মন্ত্রিসভায় স্থান না পাওয়া সাজেদা চৌধুরীকে এ সময় খুব বিষন্ন দেখাচ্ছিল। তিনি পায়ে হেঁটে বঙ্গভবন থেকে বের হন।
মন্ত্রি হিসেবে সদ্য শপথ নেওয়া আনোয়ার হোসেন মঞ্জু সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গভবনে এক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (মঞ্জু) এ নেতা সাংবাদিকদের বলেন, ‘সংকট পৃথিবীর সব জায়গায় আছে। যারা সফলভাবে সংকট মোকাবেলা করতে পারেন তারা জয়ী হন। আমরা আশাবাদী সফল হব।’
এর আগে প্রধানমন্ত্রীসহ ৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ সম্পন্ন হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী ছাড়াও ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী রয়েছেন।