পবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৩ ১:৪৮:৫০ অপরাহ্ন
পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের লেভেল-১, প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হবে।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্বান্ত গৃহীত হয়।
সভায় অন্যদের মধ্যে ভর্তি পরীক্ষা কমিটি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৬ ও ১৭ ডিসেম্বর দুটি পৃথক তারিখ ধার্য্য হলেও অনিবার্য কারনবশত:
দু’বারই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।