স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ১৮ দলীয় জোটের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন সরকার শপথ নেয়ার শুরুর দিনেই ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সোমবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
নানা প্রতিকূল পরিস্থিতির কারণে বেশ কিছূদিন ধরে জোটের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেননি খালেদা জিয়া। একারণে মহাজোট সরকারের শেষ সময়ে অনেক কর্সমূচি জোটের সঙ্গে বৈঠক ছাড়াই ঘোষণা দিয়ে পালিত হয়।
এছাড়া বিরোধীদলীয় নেতার পদ হারানোর পর জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার এটিই হবে প্রথম বৈঠক। বৈঠকে দাবি আদায়ে নতুন সরকারের বিরুদ্ধে নতুন করে কর্মসূচি নির্ধারণ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।