পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে মঙ্গলবার রাত ১০টার সময় ডাকাতের কবলে পড়ে ৭৩ হাজার টাকা ও সর্ণলংকার ছিনতাই। উপজেলার তিস্তার হাট খয়ের বাগান এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
সূত্রে জানাগেছে, হাফিজুল ইসলাম (৪৮), হালিমা খাতুন কল্পনা (৩০) মোটর সাইকেল কেনার জন্য দেবীগঞ্জে আসলে ভালোবাইক না পেয়ে স্বামী, স্ত্রী সহ মোটরসাইকেল যোগে দেবীগঞ্জ থেকে বড়সশি যাওয়ার পথে খয়ের বাগান এলাকায় চার-পাঁচ জনের এক দল ডাকাত রশীদিয়ে তাদের গতি রোধ করে।
এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই বেধরক মার-পিট করতে থাকে, সাথে থাকা ৭৩ হাজার টাকা ও স্ত্রীর পরনের সর্থলংকার ডাকাত দল কেড়ে নেয়।
তার সাথে থাকা মোটর সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ীর চাবি কৌশলে দূরে ফেলে দেওয়ায় চাবি খুজে না পেলে মোটর সাইকেল নিতে ব্যার্থ হয়। খবর পেয়ে থানা পুলিশ আহত দু-জনকে উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ভবানী কান্ত রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের দ্রুত চিকিৎসা দিয়ে ঘটনার ঘটনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, জরীতদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্তা নেওয়া হবে।