নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক চলছে
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৬ ১:২৪:১০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডে, ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের পর আ’লীগ ইতিমধ্যে নতুন মন্ত্রীসভা গঠন করেছে। সেই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ জানুয়ারি একতরফাভাবে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। ১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যোগ দেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাপা ও জেপির সদস্যরাও।