গাজীপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার হাতবোমা হামলার মামলায় ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। রাত ১২টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে আসে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি ঢাকার নিজ বাসভবন থেকে গ্রেফতার হন সেলিমা রহমান। গ্রেফতারের পর তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও পরে কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।

৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনারের কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছোড়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।