স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম ) বলেছেন, জামায়াত নিষিদ্ধ হলে আমরা বাঁচি। সরকার বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য বলছে, অথচ একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই তারা জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। তারা জামায়াত নিষিদ্ধ করলে তো আমরা বাঁচি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শাহজাহান ওমর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টি ও জামায়াতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। অথচ এখন তিনি বিএনপিকে জামায়াতের সঙ্গে ছাড়ার কথা বলছেন। অথচ সরকার একটি নির্দেশ বা প্রজ্ঞাপন জারি করেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। জামায়াত নিষিদ্ধ হলে আমরা বাঁচি, তখন সবাই বিএনপি হয়ে যাবে।” এই সময় দর্শকদের হাততালি দিতে দেখা যায়।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের নাম থাকলেও তিনি আসেননি।
সংগঠনের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসুফ হায়দার, বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।