স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র অবমুক্ত করতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর শপথ নিয়েছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে এই স্বৈরাচারী সরকারকে সরানোর শপথ নিয়েছি।
৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে বলে মির্জা ফখরুল এমন অভিযোগ করেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকের দিনে নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছে, স্বৈরাচারী একনায়কতন্ত্রের অবসান এবং গণতন্ত্র অবমুক্ত করতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।”