anu-mohamoদেশ প্রতিক্ষণ, ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।

বুধবার রাত ১টার দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে আনসারুল্লাহ নামে একটি সংগঠনের বরাত দিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে তিনি স্ট্যাটাস দেন।

ধহঁবৃহস্পতিবার দুপুরে আনু মুহাম্মদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ক্ষুদে বার্তাটি আনসারুল্লাহ বাংলাটিমের। তবে পাঠানোর সময় হয়তো বানান ভুল করে আনসাতুল্লাহ হয়েছে। হুমকি পাওয়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেই।’

তিনি আরো বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত এখনও নেইনি। তবে সন্ধ্যার দিকে রামপুরা থানায় গিয়ে জিডি করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তিনি।