global

দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৫২ বারে ৩ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন করেছে; যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ ২২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৩ দশমিক ৭২ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। ৪৪০ বারে কোম্পানিটি ৫ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন করেছে; যার বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিএমসি কামাল টেক্সটাইল মিলসের ১ টাকা বা ৩ দশমিক ৯৫ শতাংশ দর বেড়েছে। আজ ৮৮০ বারে কোম্পানিটির ১৮ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭২ লাখ টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, এসআলম কোল্ড রোল্ড স্টিলস, প্রগতি ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।