দেশ প্রতিক্ষণ, ঢাকা: ব্লক মার্কেটে বীমা খাতের শেয়ারের লেনদেনের একক আধিপত্য ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।এর মধ্যে অধিকাংশ বীমা খাতের শেয়ার। কোম্পানিগুলোর ১৩ লাখ ৩৩ হাজার ৯৪৮টি শেয়ার ১৩ কোটি টাকায় বেচাকেনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেনে হয়েছে গ্রামীন ফোনের। কোম্পানিটির ১ লাখ ৯৭ হাজার শেয়ার ৭ কোটি ৯ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়েছে। এরপরেই রয়েছে সামিট পাওয়ার। কোম্পানিটির ৩ লাখ ৮০ হাজার শেয়ার ১ কোটি ৭১ লাখ ৭৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ১৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৮১ লাখ ৬০ হাজার টাকা, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৯০ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ১১ হাজার টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৫ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ১১ লাখ ৬৮ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।