দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুক্রবার প্রথমবারের মতো একদিনে ৫শ’র বেশী নতুন রোগী শনাক্ত হয়। শনিবার নতুন রোগী শনাক্তের সংখ্যা একটু কমলেও রোববার তা ফের বেড়ে যায়। আজ সোমবার তা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

রোববার নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪১৮ জন। আর তার আগের ৪ দিনে শনাক্ত হয়েছিল যথাক্রমে ৩০৯, ৫০৩, ৪৩৪ ও ৪৯২ জন রোগী। গতকাল রোববারই দেশে করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। দেশে আজ সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৯১৩ জন। গত ১২ এপ্রিল দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ছিল ৬২১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২জন। এখন পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়ে আরও ৯ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন। এ নিয়ে ১৩১ জন করোনা-মুক্ত হলেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।