দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের পুঁজিবাজারে শেয়ার দর বৃদ্ধিতে বিমা কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই দাপট দেখিয়ে আসলেও রোববার (২৭ ডিসেম্বর) ছিল উল্টো। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনে বিমা কোম্পানিগুলোর আধিপত্য লক্ষ্য করা গেছে। ডিএসইতে দর পতনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে ৮ টিই বিমা কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার সবচেয়ে বেশি দর কমেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭২১ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৮০ পয়সা বেচাকেনা হয়েছে। দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭৭ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইতে দর পতনে তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া শেয়ার দর পতন হওয়া কোম্পানির তালিকায় থাকা শীর্ষ দশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা পিইটি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।