দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তিনজন নির্বাহী পরিচালকের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রজ্ঞাপনে আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে।

বিএসইসি সূত্র মতে, নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের পূর্বে দায়িত্ব ছিলো সার্ভিল্যান্স, এসআরএমআইসি ও প্রজেক্ট। নতুন দায়িত্ব হলো-এসআরএমআইসি, ফিন্যান্সিয়াল লিটেরেসি ও প্রজেক্ট। মোহাম্মদ রেজাউল করিমের পূর্বে দায়িত্ব ছিলো- ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র। নতুন দায়িত্ব হলো-সার্ভিল্যান্স, ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র। মো. শফিউল আজমের পূর্বে দায়িত্ব ছিলো- এমআইএস ও ফিন্যান্সিয়াল লিটারেসি। নতুন দায়িত্ব এমআইএস।