দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগ উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নয়া উদ্যোগ গ্রহন করছে। কারণ দেশের পুঁজিবাজারে প্রবাসীরা বিনিয়োগ করতে চাইলেও ব্যাংক হিসাব খোলার জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ছিল। যে কারনে প্রবাসীরা ইচ্ছা সত্ত্বেও বিনিয়োগ করতে পারছে না। তবে বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য ব্যাংক হিসাব খোলা সহজ করে সার্কুলার জারি করেছে।

এ নিয়ে বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো: রফিকুল ইসলাম সাক্ষরিত চিঠি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রবাসীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কাগজপত্র বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে। কিন্তু বিএফআইইউ এর কোন নির্দেশনায় এই শর্তের কথা উল্লেখ নেই। তাই প্রবাসীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস থেকে সত্যায়নের দরকার নেই। যা অবলিম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার মাধ্যমে প্রবাসীদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগ সহজ হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারন ব্যাংক হিসাব খোলার জটিলতার কারনে অনেকেই বিনিয়োগ করতে পারছিলেন না।

এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রবাসীদেরকে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ প্রক্রিয়া সর্ম্পক্যে এরইমধ্যে রোড শো করে জানানো হয়েছে। কিন্তু তারপরেও ব্যাংক হিসাব খোলার জটিলতার কারনে প্রবাসীরা বিনিয়োগে আসছিল না। যে জটিলতা বাংলাদেশ ব্যাংক গতকালকের নির্দেশনার মাধ্যমে দূর করে দিয়েছে। এতে করে শেয়ারবাজারে প্রবাসীদের বিনিয়োগ বাড়বে। এজন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ।