দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোনের সিম বিক্রিতে আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

টেলিকমিউনিকেশন খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির সুযোগ দিয়েছে। গত জুনের শেষের দিকে বিটিআরসি গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়। ফলে প্রতিষ্ঠানটি আড়াই মাসের বেশি সময় ধরে সিম বিক্রি করতে পারেনি।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘গ্রামীণফোন তাদের কাছে থাকা অব্যবহৃত সিম বিক্রির সুযোগ পাবে।’ আর নতুন সিম বিক্রির সুযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেবার মান উন্নত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’