দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের একটি ওষুধ মেটোপ্রোলল টারট্রেট  যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (US FDA) অনুমোদন দিয়েছে। পাশাপাশি এই কারখানায় উৎপাদিত উচ্চ রক্তচাপের ওষুধ মেটোপ্রোলল টারট্রেট (Metoprolol Tartrate) রপ্তানির অনুমতিও দিয়েছে এফডিএ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রেনেটার প্রদর্শনী মেটোপ্রোল ট্যারেটি ট্যাবলেট দিয়ে শুরু হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সাতটি পণ্য রয়েছে রেনেটার। এই পণ্যগুলোর মধ্যে রলিপ বাংলাদেশেও বিক্রি হয়।

বর্তমানে ইউকে এবং ইইউ হচ্ছে রেনেটার সবচেয়ে বড় রপ্তানি বাজার। কোম্পানিটি আশা করছে, এই অনুমোদনের পর রেনেটা প্লেইন জেনেরিক, প্যারা আইভি এবং এনসিই-১ ফাইলিংসহ মার্কিন বাজারে প্রবেশ করবে।