দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ছোট মুলধনী কোম্পানির শেয়ারে ভর করে লেনদেন বাড়লেও ‘ঘুমিয়ে’ রয়েছে ভালো মৌলভিত্তি শেয়ার। ফলে দুর্বল মৌল ভিত্তি শেয়ারে আগ্রহ থাকলেও অনাস্থা তৈরি হয়েছে ভালো শেয়ারে। এছাড়া দীর্ঘদিন ভালো মৌল ভিত্তি শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে থাকায় আস্থা সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। ফলে টানা মন্দার মধ্যে থাকা পুঁজিবাজারে রাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগ বাড়তে দেখা যাচ্ছে।

রাজনৈতিক অস্থিরতার আভাস দেখা দিলেই যেখানে পুঁজিবাজারে লেনদেন কমে যায়, সেখানে লেনদেন বাড়ার প্রবণতাকে ইতিবাচকভাবেই দেখছেন বাজার সংশ্লিষ্টরা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন গত ৩০ কার্যদিবসের মধ্যে সর্বো” লেনদেন হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর এর চেয়ে বেশি ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন দেখা গিয়েছিল।

পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক আল আমিন পুঁজিবাজারের আচরণ নিয়ে বলেন, এটা ঠিক যে এই অস্থিরতার মধ্যেও লেনদেন বেড়েছে, এটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখা যায়। কিন্তু আবার যদি দেখেন লেনদেন কোথায় হচ্ছে, তাহলে সেটি হতাশাজনক।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোকে যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন কোনোটি উৎপাদনে নেই, কোনোটি বছরের পর বছর ধরে লোকসান দিয়ে আসছে। টপ টোয়েন্টিতে থাকা শেয়ারগুলোর প্রায় প্রতিটির পেছনেই কোনো না কোনো নাম আসছে। এটা তো কোনো স্থিতিশীল পুঁজিবাজারের লক্ষণ হতে পারে না।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৭.৬৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৬২.২০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৩.৩২ পয়েন্টে।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির বা ২০.৯৫ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮৭টির বা ২৭.৬২ শতাংশের এবং ১৬২টির বা ৫১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৫ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৩.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৪.৪৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৮.১৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬.২৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৫২ পয়েন্ট এবং সিএসআই ১.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১২৯.৫৪ পয়েন্টে, ১৩ হাজার ৩৮৯.০৭ পয়েন্টে, একহাজার ৩০৮.৯৭ পয়েন্টে এবং একহাজার ১৭৩.১৫ পয়েন্টে।

আজ সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৯২টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে।