দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন নয় হাজার ৬২২ কোটি ৭৯ লাখ টাকা কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন ৪০২ কোটি টাকা বা ১৮.৩৩ শতাংশ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৯ হাজার ২০৯ কোটি ৬২ লাখ ৩ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪০২ কোটি ৩৩ লাখ টাকার বা ১৮.৩৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৩ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ০.০৬ শতাংশ কমে ৬ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে দশমিক ২৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টির। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৩ পয়েন্টে। সপ্তাহটিতে সিএসইতে ২৬৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, দর কমেছে ৬৩টির এবং ১৪৪টির কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৮ হাজার ৮৮১ কোটি ৪৪ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৫৭৭ কোটি ৬০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৩০৩ কোটি ৮৪ লাখ টাকা কমেছে।