দেশ প্রতিক্ষণ, ঢাকা: স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: ইখতিয়ার উদ্দিন শাহীন গ্রাহকের প্রিমিয়ামের ৬০ লাখ ৭০ হাজার টাকা কোম্পানির ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করেছেন।

এমতাবস্থায়, রোববার (১৯ নভেম্বর) বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ ইখতিয়ার উদ্দিন শাহীনকে ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানির ব্যাংক হিসাবে এ অর্থ ফেরত দিতে চিঠি পাঠিয়েছে।

আইডিআরএ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হতে প্রাপ্ত ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনার ব্যক্তিগত ব্যাংক হিসাবে কোম্পানির গ্রাহকের প্রিমিয়ামের মোট ৬০ লক্ষ ৭০ হাজার সাতশত টাকা জমা হয়েছে। গ্রাহকের প্রিমিয়ামের অর্থ আপনার ব্যক্তিগত ব্যাংক হিসাবে রাখা আত্মসাতের শামিল। উক্ত টাকা আপনি ফেরত প্রদান করবেন মর্মে গত ৯ অক্টোবর ২০২৩ স্ট্যাম্পে লিখিতভাবে অঙ্গীকার করেন। কিন্তু আপনি অদ্যবধি উক্ত টাকা জমা প্রদান করেননি।

এমতাবস্থায়, আপনার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমাকৃত কোম্পানির প্রিমিয়ামের মোট ৬০ লক্ষ ৭০ হাজার সাতশত টাকা কোম্পানির ব্যাংক হিসাবে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জমাদানপূর্বক আবশ্যিকভাবে প্রমাণসহ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে অর্থ তছরুপের জন্য ফৌজদারী মামলাসহ প্রচলিত আইন অনুযায়ী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।