দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩ বারে ২ লাখ ৮০ হাজার ৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ । কোম্পানিটি ৮৫২ বারে ১৮ লাখ ৮৭ হাজার ৩০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মিরাকলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৭৬৫ বারে ১৫ লাখ ২৯ হাজার ৩২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: খান ব্রাদার্সের ৮.৯৭ শতাংশ, সী পার্লের ৭.৯০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৭.২৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৮১ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫.৫৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৪.৯৭ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর ৪.৮০ শতাংশ বেড়েছে।