দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক হাজার ১৪০ কোটি টাকা বেড়েছে। ফলে সপ্তাহজুড়ে ডিএসইর সূচক বাড়লেও লেনদেন কমেছে ৫.৫১ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইর অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সঞ্জের (সিএসই) মূলধনের সাথে লেনদেনের পরিমান কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি ১ লাখ ৪ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ১৪০ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকা বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ২৬৭ কোটি ৪২ লাখ টাকা বা ৫ দশমিক ৫১ শতাংশ। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৩.৯৯ পয়েন্টে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক ১০.৬৪ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬২.৯৩ পয়েন্টে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২৫৪.২৪ পয়েন্ট বা ৬.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫২.১২পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৫.১৮ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৫৫.২৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.৯৯ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২৬.১২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১২.০৭ পয়েন্ট বা ১.০৭ শতাংশ বেড়ে ১ হাজার ১৪২.৬৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩৫.০৩ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে ১৩ হাজার ২৭৭.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৭৮ কোটি ২৯ লাখ ৬০ হাজার ২৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৯৯ লাখ ৭ হাজার ৫২৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৫০২ টাকা বা ১৫.৮০ শতাংশ কমেছে।