দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০ হাজার ৭ বারে ৯৬ লাখ ৮৩ হাজার ৪৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ কোটি ২৫ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩৮ বারে ৫৪ হাজার ৬৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনাটার শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩২ বারে ৩ হাজার ১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.১৯ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৪ শতাংশ, জুট স্পিনার্সের ৩.৯১ শতাংশ, তিতাস গ্যাসের ৩.৫৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.৪৫ শতাংশ, এফএএস ফাইনান্সের ৩.৩৯ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.৩৩ শতাংশ শেয়ার দর কমেছে।