দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২.৬০ টাকা।  তালিকায় তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৩২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮.৮০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফারইস্ট ফাইন্যান্সের ১১.১১ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ১০.৯৯ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৯.৯৮ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৯.৬০ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯.৪০ শতাংশ, পাওয়ার গ্রীডের ৮.৭৮ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ৮.৭২ শতাংশ শেয়ারদর কমেছে।