দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে দিনভর সূচকের উঠানামা করলেও দিনশেষে ৩০ পয়েন্ট সূচকের উত্থান হয়েছে। সূচকের এমন উত্থানের দিনে ৫৭ শতাংশ শেয়ারের লেনদেন হয়েছে চার খাতের শেয়ারের।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৭১০ কোটি ৬২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৫ কোটি ৭২ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিন লেনদেন হয়েছির ৯২ কোটি ৭৪ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট লেনদেনের মধ্যে চার খাতের লেনদেন ছিল ৫৭ শতাংশ। খাতগুলো হলো ফার্মা ও রসায়ন, বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল খাত। এরমধ্যে ফার্মা ও রসায়ন খাতে লেনদেন হয়েছে ১৪২ কোটি ৯৫ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২১.০৯ শতাংশ।

বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৮০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৩৪ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ৭২ কোটি ১০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১১.০৮ শতাংশ। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৮০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৩৪ শতাংশ।

লেনদেনের দিক থেকে এরপর রয়েছে পর্যায়ক্রমে ব্যাংক, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ, জীবন বিমা, সিরামিক, মিউচ্যুয়াল ফান্ড, সাধারণ বিমা, বিবিধ, বিদ্যুৎ ও জ্বালানি, ট্যানারি, টেলিকমানিকেশন, প্রকাশনা ও প্রিন্টিং, আর্থিক, পাট, সিমেন্ট এবং সেবা ও আবাসন খাত।