দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৮দশমিক ১৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫০.৮০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৪.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকাএসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৭ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৮.৭০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ১৫.০০ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪.৩৪ শতাংশ, সালভো কেমিক্যালের ১৪.৩৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৩.৯৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩.৩৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২.২৫ শতাংশ এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ১১.৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।