দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৪ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলোর সমাপ্ত অর্থবছরে ইপিএস সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে: রবি আজিয়াটা লিমিটেড, বাটা সু কোম্পানি, মতিন স্পিনিং মিলস, জিলবাংলা সুগার মিলস, উসমানিয়া গ্লাস শিট, ফার্মা এইডস, রেনউইক যজ্ঞেশ্বর, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, রেকিট বেনকিজার, গ্রামীণফোন লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট লিমিটেড, ইবনে সিনা ফার্মা এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

রবি আজিয়াটা লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

বাটা সু কোম্পানি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

মতিন স্পিনিং মিলস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

জিলবাংলা সুগার মিলস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ২টা ৪০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

উসমানিয়া গ্লাস শিট: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

ফার্মা এইডস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

রেনউইক যজ্ঞেশ্বর: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ২টা ৪০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের (জানুয়ারি ০১-মার্চ ৩১) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

রেকিট বেনকিজার: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল সোয়া ৩টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

গ্রামীণফোন লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ২৪ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত সমেয়র অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

মেঘনা কনডেন্সড মিল্ক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

মেঘনা পেট লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ইবনে সিনা: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২১ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৪ টাকা ৫৬ পয়সা আয় করেছিলো।